জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে ১২০ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আব্দুল ওয়াহাব, মো. আলিজার রহমান ও মো. কালু মিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ১২০ বোতল ফেনসিডিল।

জব্দ করা পিকআপ ভ্যান। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি আরও জানান, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। মোহাম্মদপুর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।