জব্দ করা ডিবির জ্যাকেট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল। ছবি : ডিএমপি

রাজধানীর তুরাগ থানা এলাকায় মাইক্রোবাস ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় লুণ্ঠিত মাইক্রোবাসটি উদ্ধার এবং ডিবির ৫টি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ ও দুটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) ডিএমপি জানায়, ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন দোহার রোড থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মাইক্রোবাস। ছবি : ডিএমপি

আসামিরা হলেন সালাউদ্দিন খান, মনিরুজ্জামান, শুভ, আবুল কালাম ও আকাশ।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গত ২০ নভেম্বর রাতে তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে একটি মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতেরা। এ ঘটনায় তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছেন।

তুরাগ থানার মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।