পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া তাঁরা একটি হত্যা মামলার পলাতক আসামি।

সোমবার (১৬ মে) দিবাগত রাতে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে আসামি মো. সাব্বির উদ্দিন (২৮) ও মো. কামালকে (৪১) গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি চারঘাট থানা এলাকায়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাঁরা একাধিক মামলার আসামি। গত ১৫ মার্চ চারঘাটের শলুয়া ইউনিয়নের তাতারপুর মণ্ডলপাড়া গ্রামে শাহাবাজ আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা দুজন।