উদ্ধার হওয়া মোবাইল ফোন। ছবি: ডিএমপি

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ২১টি মোবাইলসহ ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। এ সময় আসামিদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু, ছিনিয়ে নেওয়া ২১টি মোবাইল এবং ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ২ ফেব্রুয়ারি ডেমরার কোনাপাড়া এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সাগর আহম্মেদ, মো. জাকির হোসেন, মো. ইমরান হোসেন, মো. ওমর হোসেন, মোছা. ইতি আক্তার ও মোছা. সাথী আক্তার|

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, গত ৫ জানুয়ারি তুরাগের কামারপাড়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১ ফেব্রুয়ারি তুরাগ থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। এরপর গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম মামলাটির ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় বুধবার কোনাপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।