উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন। ছবি: ডিএমপি

রাজধানীর বাসাবো এলাকা থেকে দুটি চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

ডিএমপি জানায়, রোববার (১৭ এপ্রিল) বিকেলে বাসাবোর কেন্দ্রীয় মসজিদ মাঠ এলাকা থেকে আসামি মো. রিদুয়ানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, ৮ এপ্রিল ভোরে মিরপুরের হাজী রোডের একটি বাসা থেকে তিনটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়। ১২ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা করেন ভুক্তভোগী।

তিনি বলেন, এলাকাটি ডিবি মিরপুর বিভাগের আওতাধীন হওয়ায় ছায়া তদন্ত শুরু করে ডিবি মিরপুরের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর রোববার অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা দুটি ল্যাপটপ ও ১২টি চোরাই মোবাইল ফোন। এর মধ্যে ওই বাসা থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন ছিল।

আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।