ডিএমপি ডিবির অভিযানে গ্রেপ্তার প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা। ছবি: পুলিশ নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর ফাঁস চক্রের হোতা।

ডিবির তেজগাঁও বিভাগের জোনাল টিম শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে লালবাগ থানাধীন ইডেন কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ওই দিন বেলা তিনটায় মাউশির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা শুরু হয়। সে পরীক্ষায় ৫১৩টি পদের জন্য ১ লাখ ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে মর্মে গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের কাছে তথ্য আসে। এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও জোনাল টিম এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন জমাদ্দার (৩০)। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যাতে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই হোয়াটসঅ্যাপে সব প্রশ্ন এবং উত্তর আসে।

সুমনের কাছ থেকে উত্তর লেখা প্রবেশপত্রও জব্দ করা হয়।

লালবাগ থানায় সুমনের নামে মামলা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে ঢাকাসহ আশপাশের জেলায় অভিযান চলছে।