প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ছয়টা থেকে শনিবার (২৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এ সময় আসামিদের কাছ থেকে ৮০১ গ্রাম হেরোইন, ২ হাজার ৮৫৬টি ইয়াবা বড়ি, ১৩ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও ৫০০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।