ডিএমপি সদর দপ্তর। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি নিউজের প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫২৭টি ইয়াবা বড়ি, ১০৯ দশমিক ১১ গ্রাম হেরোইন, ২২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২৬৮ বোতল ফেনসিডিল ও ২২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, গ্রেপ্তার ৫৭ জনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।