রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১২ জানুয়ারি (শুক্রবার) সকাল ছয়টা থেকে ১৩ জানুয়ারি (শনিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৯ হাজার ২৫৯টি ইয়াবা, ২৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ২০০টি ইনজেকশন ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে।