এক দোকানে অভিযান চালাচ্ছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ছবি : ডিএমপি

আইন অমান্য করে পণ্য বিক্রি ও হোটেল পরিচালনার অভিযোগে একটি চালের দোকান, একটি রেস্তোরাঁ ও একটি হোটেলকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী। এ সময় ডিএমপির গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী জানান, সঠিক ক্রয়মূল্য না লেখার দায়ে সিয়াম রাইস স্টোরকে ২ হাজার টাকা, নিবন্ধন ছাড়া ব্যবসা করার দায়ে নাদিম বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং গ্রিন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে এই অভিযান চালানো হয়।