প্রতীকী ছবি

বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৬ এপ্রিল) মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে মো. ওমর ফারুক শেখ ও মিল্টন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান জানান, গত ৯ এপ্রিল এক ভুক্তভোগী অভিযোগ করেন, একদল প্রতারক বিকাশের মাধ্যমে তাঁর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাগুরার মহম্মদপুর থেকে ওমর ফারুক এবং ফরিদপুরের মধুখালী থেকে মিল্টনকে গ্রেপ্তার করা হয়।