রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৩ হাজার ১৬৭টি ইয়াবা বড়ি, ৫৪ গ্রাম হেরোইন, ৭ কেজি ৬০৯ গ্রাম গাঁজা, ৬৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।