রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ৩৮০ পিস ইয়াবা, ১৫ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ১০১.৫ গ্রাম হেরোইন ও ৭২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার (১৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।