ঢাকা মহানগরীর সড়কযাত্রাকে অধিকতর নিরাপদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেআইসিএর যৌথ উদ্যোগে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সক্ষমতা বৃদ্ধির জন্য ২৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে নিয়ে অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি ২১ আগস্ট পর্যন্ত চলবে। খবর ডিএমপি নিউজের।

গত ২৭ জুলাই ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরএসপির প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদাসহ জিআইসিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটির উদ্দেশ্য হলো, রোড সেফটি এডুকেশন ও পাবলিক রিলেশন, সড়ক দুর্ঘটনা রিপোর্ট পর্যালোচনা ও একটি পাইলট প্রকল্পের আওতায় সড়ক নিরাপত্তার জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়ন ও কার্যকর করা। প্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হবে।