ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-রমনা বিভাগের সার্জেন্ট মো. শফিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

শুক্রবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম পুলিশ সার্জেন্ট শফিউদ্দিন আজ শুক্রবার (১৪ জুন ) সকাল সোয়া নয়টায় রাজধানীর গেন্ডারিয়ার নিজ বাসায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগে কর্মরত পুলিশ সার্জেন্ট মো. শফিউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসার এবং কিডনির রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম শফিউদ্দিন ১৯৮৮ সালে ভোলা জেলার চরফ্যাশন থানার চরযমুনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালে পুলিশ সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

মরহুমের জানাজা আজ বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তী জানাজা তাঁর পৈতৃক নিবাস ভোলা জেলাতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাঁকে সমাহিত করা হবে। সূত্র : ডিএমপি নিউজ।