ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান প্যারেডে পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন। ছবি : বাংলাদেশ পুলিশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে দায়িত্বরত ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। খবর ডিএমপি নিউজের।

শনিবার (৩০ মার্চ) ট্রাফিক মতিঝিল বিভাগের ৩৫০ জন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ব্রিফিং প্রদান করা হয়। ট্রাফিক পুলিশের দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যে যেন কোনো নেতিবাচক ছাপ না পড়ে, সে জন্য দুই পালায় উক্ত ব্রিফিং প্রদান করা হয়।

ব্রিফিং প্যারেডে আলোচিত বিষয়গুলো সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ সদস্যরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম-সেবা) ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে করণীয়-বর্জনীয়, ইন্টারসেকশন ম্যানেজমেন্ট, রাস্তা হকারমুক্ত করা, শতভাগ পেশাদারত্ব ও কর্তব্যনিষ্ঠায় জিরো টলারেন্স, শপিং মলকেন্দ্রিক করণীয়, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচল, অপরাধ বিভাগের সাথে সমন্বয়, বাসস্টপেজ ব্যবস্থাপনা এবং সর্বোপরি ডিএমপি কমিশনারের দিকনির্দেশনা সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়।
ঈদ উপলক্ষে ট্রাফিক মতিঝিল বিভাগের ৩৫০ জন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ব্রিফিং প্রদান করা হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

ট্রাফিক মতিঝিল বিভাগের সব সদস্য সম্মানিত নগরবাসীর স্বস্তি প্রদানে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সমুন্নত রাখার জন্য ব্রিফিং প্যারেডে আলোচিত বিষয়গুলো সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ব্রিফিং প্যারেডে ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।