ট্রাফিক পক্ষ উপলক্ষে সিলেটে বৃহ্স্পতিবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করে পুলিশ। ছবি: এসএমপি

‘মেনে চলুন সকল আইন, হবে না দণ্ড, হবে না ফাইন’ স্লোগান সামনে রেখে ট্রাফিক পক্ষ শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ পক্ষ পালন করবে।

১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্বরে সার্জেন্ট নাজমুল আলমের সঞ্চালনায় বাস ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতা সভা এবং ট্রাফিক আইন-সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার, পিপিএম, ট্রাফিক বিভাগের টিআই নিখিল জীবন চাকমা, সার্জেন্ট সুবীর তালুকদার এবং বাস, ট্রাক, লেগুনা ও সিএনজি চালক-শ্রমিকেরা।