সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার অভিযানে ২১ হাজার ৭০ কেজি ভারতীয় চিনি ও দুটি ট্রাকসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নগরীর শাহপরাণ থানাধীন মুরাদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকার মো. হোসেন আহমদ (২৫) এবং কানাইঘাট থানা এলাকার কাওছার আহমদ (৩৫) ও মো. নিজাম উদ্দিন (৪৫)।
শাহপরাণ থানা-পুলিশ জানায়, জব্দ করা চিনির আনুমানিক দাম ২৫ লাখ টাকা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।