পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫০ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন চৌহাট্টা ইদ্রিস মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের গোয়াইনঘাট থানা এলাকার মো. রুছেল আহমেদ (২৪) ও মো. রবিউল ইসলাম (২৬)।

এসএমপি ডিবি জানায়, কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।