টেকনাফে এপিবিএনের বিশেষ অভিযানে আটক ২ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে।

টেকনাফের ক্যাম্প-২১ চাকমারকুলের বি/৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে-গোপন সূত্রে এমন খবর পেয়ে ১৬ এপিবিএনের সদস্যরা রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ওই স্থানে বিশেষ অভিযান চালান। এপিবিএনের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু এপিবিএনের সদস্যরা বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তার ওপর থেকে দুই রোহিঙ্গাকে আটক করেন। এরা হলেনঃ আরকান (১৯) ও মহিবুল্লাহ (৩৭)।

উদ্ধার করা ইয়াবা, পিস্তল, ম্যাগাজিন ও গুলি

তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি ও চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃত রোহিঙ্গাদের এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।