কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে এপিবিএনের অভিযানে গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ওই সন্ত্রাসীর নাম কামাল (২৫)। তাঁর কাছ থেকে দুটি রামদা জব্দ করা হয়েছে।

এপিবিএন জানায়, ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী কামাল গ্রুপের প্রধান কামালকে (২৫) গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে দুটি রামদা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত কামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ক্যাম্প এলাকায় মাদক কারবারি, অপহরন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।