টেকনাফে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার অপহরণকারী চক্রের দুই সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় ২১ ডিসেম্বর দুপুরে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন আব্দুল্লাহ (৩০) ও আইয়াস ওরফে রুবেল (২২)। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। দুজনই একাধিক মামলার পলাতক আসামি।

এপিবিএন জানায়, জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর বেলা দেড়টার দিকে টেকনাফের দমদমিয়ায় অভিযান চালিয়ে জনৈক নূর আলমের বসতঘরের ভেতর থেকে আব্দুল্লাহ ও আইয়াসকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত দুজন টেকনাফে রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকার অপহরণকারী চক্রের অন্যতম হোতা। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের হাতে তুলে দেয়। এ ছাড়া তাঁরা ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক কেনাবেচাসহ নানা অপরাধে জড়িত। গ্রেপ্তারের পর দুজনকে টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।