আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ওই চারজন হলেন মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন, আরিফুর রহমান সোহেন ও খায়রুল ইসলাম। খবর বাসসের।

বুধবার দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত রোববার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর তাঁদের প্রত্যেকের দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।