ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর দ্য ডেইলি স্টারের।

মেয়র আতিক বলেন, ‘সরকার বিনা পয়সায় টিকা দিচ্ছে। আপনি হেলায় টিকা নেবেন না, আপনি গুরুত্ব দেবেন না, এটা একটা অপরাধ। আপনার ট্রেড লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই।

‘এটি একটি অপরাধ আর অপরাধ যদি হয়, অবশ্যই তার শাস্তি হবে। সেই শান্তি হলো ট্রেড লাইসেন্স বন্ধ।’

শ্রমিকদের ক্ষেত্রে শাস্তি কী হবে জানতে চাইলে মেয়র বলেন, ‘আমি গতকাল খোলা রেখেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। মালিকেরা আমাকে বলেছে, দরকার হলে গার্মেন্টসের জন্য আলাদা বন্দোবস্ত করে দেব। সেখানে অনেক শ্রমিক থাকে, কিন্তু টিকার আওতায় সবাইকে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ডোজের টিকা সবাইকে যদি দিতে পারি আমরা, আস্তে আস্তে দ্বিতীয় ডোজটা পারব। টিকা আমার, সুরক্ষা সবার। নো ভ্যাকসিন, নো সার্ভিস।’