টিআরসিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) আনআর্ম কমব্যাট পরিদর্শন করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

রোববার (১৩ আগস্ট) পিটিসি খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্রে (১০ এপিবিএন বরিশাল) প্রশিক্ষণরত টিআরসিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

আনআর্ম কমব্যাট প্রশিক্ষণে অংশ নেওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

টিআরসিদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আনআর্ম কমব্যাটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আত্মরক্ষার জন্য আনআর্ম কমব্যাটের বিকল্প নেই।

মৌলিক প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান পেশাগত ও ব্যক্তিজীবনে প্রয়োগের নির্দেশনা দেন তিনি।

অ্যাডজুটেন্ট ও কোর্স কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান চৌধুরী ও প্রশিক্ষকেরা এ সময় উপস্থিত ছিলেন।