টাঙ্গাইলে সখিপুর থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইলে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৩৮ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সখিপুর থানা এলাকা থেকে ১৩ জানুয়ারি (শনিবার) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম রোকেয়া (৪৮), মোছা. শিউলী বেগম (৪১), শিরিনা আক্তার সাথী (৪৮), মমতাজ বেগম (৫৩) ও মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৪)। তাঁদের কাছ থেকে ৩৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৭ হাজার টাকা।

সখিপুর থানার অফিসার ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সখিপুর থানা-পুলিশের একটি দল ১৩ জানুয়ারি বেলা ২টায় সখিপুর থানার কচুয়া বাজার এলাকার ব্যাপারীপাড়া রোডে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ রোকেয়া, শিউলী, শিরিনা, মমতাজ ও লাইজুকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সখিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।