গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীসহ পুনাক সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

অসহায় মানুষের কথা ভেবে এ শীতে আবারও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী থানাধীন অলিম্পিয়া স্কুল মাঠে অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

পুনাকের সমাজ কল্যাণ শাখা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জিএমপি পুনাক সভানেত্রী এবং কেন্দ্রীয় পুনাকের নেতারা ওই সময় উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, ‘১৯৮৬ সালে শুরু হয়ে পুনাক আজ অনেক স্বাবলম্বী। নিজস্ব কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছে পুনাক। পুনাক বিনা মূল্যে চোখের চিকিৎসা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জনসচেতনামূলক র্যালি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।’

পুনাক গত ১২ জানুয়ারি ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায়ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।