পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

শেরপুরের ঝিনাইগাতী থানা-পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল, একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী থানাধীন গজনী অবকাশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শ্রীবরদী থানা এলাকার মোর্শেদ খন্দকার ফকির এবং ঝিনাইগাতী থানা এলাকার মো. আমীর হোসেন।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) তনু নন্দন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।