যশোরের ঝিকরগাছায় তৌফিক হত্যার ঘটনায় গ্রেপ্তার ক্যাসেট বাবু। ছবি: পুলিশ নিউজ

যশোরের ঝিকরগাছায় তৌফিক হত্যার ঘটনার এক দিনের মধ্যে জড়িত বাবু ওরফে ক্যাসেট বাবুকে ভোলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

পিবিআই জানায়, ২০ জানুয়ারি সকাল সাতটার দিকে ২১ বছর বয়সী তৌফিককে নিজ বাড়িতে ডেকে নিয়ে চাকু দিয়ে হত্যা করেন বাবু ওরফে ক্যাসেট বাবু।

তৌফিক যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ঝিকরগাছা থানাধীন আলিনা জুটমিলে চাকরি করতেন।

পিবিআই জানায়, তৌফিক ও ক্যাসেট বাবু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বন্ধুত্বের সূত্র ধরে তৌফিক আসামির বাড়িতে অবাধ যাতায়াত করতেন। একপর্যায়ে তৌফিকের সঙ্গে বাবুর স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সম্পর্কের বিষয়টি বাবু জানতে পারেন এবং তিনি সন্দেহ করেন, তৌফিকের সঙ্গে আসামির অনৈতিক সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে তৌফিকের সঙ্গে বাবুর ঝগড়া হয়। তখন বাবু তৌফিককে হত্যার পরিকল্পনা করেন।

সে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন মীমাংসার কথা বলে কৌশলে তৌফিককে তাঁর বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেন বাবু।

এ ঘটনার এক দিনের মধ্যে ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ভোলা জেলার দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর গ্রামে খালু মো. জয়নাল আবেদীনের বাসা থেকে ক্যাসেট বাবুকে (৩০) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছেন। সোমবার তাঁকে যশোর আমলি আদালতে সোপর্দ করা হয়।