আটক অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক সাজ্জাদুর রহমান সাকিব। ছবি : সংগৃহীত

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ট্রেনিং সেন্টারের পরিচালককে আটক করেছে পুলিশ। তাঁর নাম সাজ্জাদুর রহমান সাকিব।

গতকাল সোমবার রাত ৮টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি শহরের মাদ্রাসা মোড়ের বাসিন্দা। খবর বাংলাদেশ প্রতিদিনের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০ দিন আগে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হন দশম শ্রেণির এক ছাত্রী। গত বৃহস্পতিবার সাকিব ওই ছাত্রীকে ফোনে শনিবার সকাল ৮টা থেকে প্রশিক্ষণের সময় জানান।

ওই ছাত্রী শনিবার সকালে প্রশিক্ষণের জন্য অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে যায়। ওই সময় সাকিব মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং জ্বলন্ত সিগারেট মুখে ঢুকিয়ে দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে অন্য শিক্ষার্থীরা প্রশিক্ষণের জন্য এলে মেয়েটিকে ছেড়ে দেন সাকিব।

ওই সময় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম নাটোর সদর থানার ওসিকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে সাকিবকে আটক করে থানায় নিয়ে আসেন।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, যৌন হয়রানির অভিযোগে অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক সাকিবকে আটক করা হয়েছে। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।