গ্রেপ্তারের প্রতীকী

সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৫১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি টিম গতকাল ২৩ মে রাত সাড়ে ১০টার সময় জৈন্তাপুর থানাথীন ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্গত বিরাইমারা জামে মসজিদের বিপরীতে সিলেট-তামাবিল মহাসড়ক-সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুটি বস্তা ভর্তি মোট ৫১০ পিস ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ফেনসিডিল পাচারের অভিযোগে শাহানা বেগম (৩৮) নামের একজনকে আটক করা হয়। তবে সহযোগী তাঁর ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

এ সংক্রান্ত জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।