উলিপুর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার চার জুয়াড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ সাতজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

উলিপুর থানার একটি টিম গতকাল ৯ মার্চ বিকেল আনুমানিক পৌনে ৪টার সময় উলিপুর থানাধীন ধরনীবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মধুপুর গ্রামের বাঁশঝাড়ের ভেতর জুয়া খেলা অবস্থায় উলিপুর দক্ষিণ মধুপুর মধ্যপাড়ার মো. ইদ্রিস আলী (৪০), মো. রানু মিয়া (২৫), মো. আতিকুর রহমান লিটন (২৪) ও মো. এরশাদ আলীকে (৩৫) জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

অন্যদিকে রাজারহাট থানা-পুলিশের একটি টিম একই দিন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার সময় রাজারহাট থানাধীন ৬ নং উমর মজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ী গ্রামস্ত রাইস মিলের সামনে তিন রাস্তার মোড়ে জুয়া খেলারত অবস্থায় রৌমারী ইজলাটারির মো. মুকুল মিয়াকে (৩৫) জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

এছাড়া নাগেশ্বরী থানা-পুলিশের একটি টিম একই দিন রাত আনুমানিক পৌনে ১০টার সময় নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট বাজারের কাছে তল্লীরতল গিরাই নদীর পাশের বাগানে তাস দিয়ে জুয়া খেলার সময় নাগেশ্বরীর কানিবাড়ি গ্রামের মো. হামিদুল ইসলাম (২৮) ও শ্রীপুর গ্রামের মো. দুলাল হোসেনকে (৩৫) জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি।’

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’