পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার সদস্যরা।

গত বুধবার (৫ জুন) দিবাগত রাতে নগরীর হালিশহর থানাধীন আববানী ক্লাব এলাকার একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ইমরান (২৮), মো. ফারুক (৩৫), নুরুল ইসলাম (৩৬), আবুল বশর (৪৫), শফিউল ইসলাম (৫০), আবুল খায়ের (৭০), মাসুদ পারভেজ (৬০), রবি উল্ল্যাহ (৩৫), মো. মফিজ (৩৫), আব্দুর ছালাম (৩৫), আব্দুর রহমান (২৮), সামছুল হক (৪৫), মো. হারুন (৪৭), আব্দুল রহিম (২৪), মাহফুজুর রহমান (৫৩), মো. সেলিম (৩৫), রুবেল রানা (৩২), মো. জয়নাল আবেদীন রাসেল (২৭), মো. হাসান (২২), শ্রীধাম দাস (৪০), জহিরুল ইসলাম (৪০) ও মো. জাফর (৫২)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।