সিএমপির কোতোয়ালি থানার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে জুবিলী রোডের চাঞ্চল্যকর ডাকাতি মামলার হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি জানায়, গত ৯ জুলাই দুপুরে কোতোয়ালি থানাধীন জুবিলী রোডের রয়েল টাওয়ারের সামনে রাস্তার ওপর থেকে মারামারির নাটক সাজিয়ে ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতির ঘটনায় সিএমপির কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়। এ ঘটনায় টিম কোতোয়ালি চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইতোপূর্বে ছয়জনকে গ্রেপ্তার করে তাঁদের হেফাজত থেকে লুণ্ঠিত ৭ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেন।

গ্রেপ্তার পাঁচজন আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দির ভিত্তিতে শনিবার বিকেলে কোতোয়ালি থানাধীন ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিস-সংলগ্ন রাস্তার ওপর থেকে ডাকাতির হোতা মিরাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মিরাজের নামে এর আগে সিএমপির ডবলমুরিং মডেল থানায় একটি খুনের মামলাসহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।