যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যানসারে আক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে।

চিকিৎসকরা স্থানীয় সময় বুধবার ছোট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তা অপসারণ করেন।

হোয়াইট হাউসের চিকিৎসক এ কথা জানান। খবর বাসসের।

প্রেসিডেন্ট জো বাইডেনসহ জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিক্যাল সেন্টারে যান। সেখানেই বুধবার তাঁর এ অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।

চিকিৎসকরা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যানসারে আক্রান্ত কি না, তা পরীক্ষা করেন। ক্যানসার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।

এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে চিকিৎসকরা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যানসারে রূপ নেওয়ায় চিকিৎসকরা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।