বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলও হেরেছে বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এমন বাস্তবতায় বাংলাদেশও যে হারবে না, সেটি নিশ্চিত করে বলছেন না তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার উদ্দেশে শনিবার গভীর রাতে দেশ ছাড়েন তামিমসহ আরও কিছু ক্রিকেটার।
এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ।
এ নিয়ে তামিম বলেন, ‘পরিকল্পনা একটাই থাকবে, জেতার। আমি সবসময় একটা কথা বলি, কে আগে আছে বা পরে এটা বিষয় না। অবশ্যই তাদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের খুব সহজে হারিয়ে দেওয়া যাবে না। শেষ কয়েকটা সিরিজ যদি দেখেন, পাকিস্তানের মতো দলও কিন্তু হেরেছে।’

তামিম আরও বলেন, ‘আমাদের রিল্যাক্স করার কোনো সুযোগ থাকবে না। যদি ভালো করতে চাই, তবে প্রথম বল থেকে সুইচ অন থাকতে হবে। অবশ্যই আমরা ভালো দল। কিন্তু খেলায় জয়-হার নির্ভর করে কে ভালো খেলছে সেটার ওপর; কে ভালো দল সেটা না। আমরা যদি ভালো খেলি, আমরা জিতব।’