নিখোঁজ সুজনকে উদ্ধারের পর তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছবি: বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গায় এক কিশোর নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় ডায়েরি করার মাত্র ৩ ঘণ্টার মধ্যে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আদর্শ স্কুলের দশম শ্রেণির ছাত্র
মো. সুজন(১৬) গত ৫ সেপ্টেম্বর
সকাল ৯টার সময় নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তার মা বিকাল ৩টা থেকে স্কুলে এবং ছেলের সহপাঠী, বন্ধু-বান্ধবসহ তার নিকট আত্মীয় -স্বজনের বাড়িতে খুঁজতে শুরু করেন। কিন্তু ছেলের কোনও সন্ধান পান না। পরদিন ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা থানায় এসে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি করার মাত্র তিন ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা থানায় কর্মরত এসআই মো. রাকিবুজ্জামান ও আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই মো. ইউসুফ আলী তথ্য প্রযুক্তির সহায়তায় আলমডাঙ্গা থানা থেকে নিখোঁজ সুজনকে উদ্ধার করেন।

এরপর চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মাহাব্বুর রহমান সুজনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন।