গ্রেপ্তার তিন ছিনতাইকারী। ছবি : জিএমপি

ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)। ওই সময় ছিনতাই করা মালামাল জব্দ করা হয়েছে।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সোমবার (৫ সেপ্টেম্বর) পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনে অবস্থিত সাবরিনা পার্কের পাশে রাস্তায় মো. আল-আমিনের (২২) নামে তরুণের কাছ থেকে তিনজন ছিনতাইকারী তাঁর মোবাইল এবং ১ হাজার ৫০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় সেই তরুণ পুলিশকে অবহিত করেন।

তৎক্ষণাৎ এসআই রেজাউল করিমের নেতৃত্বে টহল টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. রাকিবুল ইসলাম (২০), মো. ইসরাফিল হোসেন রবিন (২০), মো. ইয়াছিন ইসলাম (১৯)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি, ভিকটিমের কাছ থেকে লুট করা ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের নামে পূবাইল থানায় মামলা হয়েছে।