গ্রেপ্তার আসামিরা। ছবি : জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক, জাল নোট বাজারে চালানো ও চোরাই মালামাল রাখার অপরাধ এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জিএমপির বিভিন্ন থানা কর্তৃক উদ্ধার অভিযানে ৭০০ গ্রাম গাঁজা, ২০২টি ইয়াবা বড়ি, ৫টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১ হাজার ৪২০ টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপির সদর থানা কর্তৃক ১ হাজার টাকার ৭টি জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে গাছা থানা কর্তৃক চুরির মালামাল রাখার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় এক জোড়া স্বর্ণের কানের রিং, একটি আংটি, ৫০০ টাকা ও একটি মেটালের চেইন জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।