প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার শপথ নিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা শপথ অনুষ্ঠানে যোগ দেন। ছবি: বাংলাদেশ পুলিশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার শপথ নিয়েছেন দেশবাসী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও (জিএমপি) সেই শপথ নিয়েছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জিএমপি।

জিএমপি জানায়, ১৬ ডিসেম্বর বিকেলে মহান বিজয় দিবসের মূল অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে শহীত বরকত উল্লাহ স্টেডিয়াম থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা), জিএমপির সব শীর্ষ কর্মকর্তাসহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দেন।

মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জিএমপি। এ সময় পুলিশের বীর মুক্তিযোদ্ধা সদস্যদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন জিএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা)। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম (সেবা)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতউল্লাহ খান বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট ) মিজানুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট) ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ) নূরে আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল-মামুন ও গাজীপুর জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধা সদস্যরা।