পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জালালাবাদ থানার সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার টাকার ১০টি জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় জালালাবাদ থানাধীন মানসীনগর শিবের বাজারের গরুর হাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আফজালুর রহমান রুমেন (২৬) ও মো. জাবেদ মিয়া (২২)। তাঁদের বাড়ি সুনামগঞ্জের ছাতক থানা এলাকায়।

জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহ্ উদ্দিন জানান, শিবের বাজারের গরুর হাট কমিটি জাল নোটসহ দুই যুবককে আটক করেছে, এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় আনা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, মামুন নামের এক ব্যক্তির কাছ থেকে এসব জাল নোট সংগ্রহ করেছেন তাঁরা।

বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।