কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং ৫০০ টাকা মূল্যমানের ২৩টি জাল নোটসহ একজন গ্রেপ্তার হয়েছেন।

সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগরের রেজাউল করিমের চার তলা বাড়ির চতুর্থ তলা থেকে মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল করিম (৩৫)। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার ছিটাবাড়ি এলাকায়।

রেজাউলের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ২৩টি জালনোট, ৮টি কাঠের তৈরি ডাইস, অ্যালুমিনিয়ামের দুটি স্ক্যাবার, স্কিন বা ডাইস আটকানোর হার্ডবোর্ডসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নামে সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।