পুলিশি হেফাজতে মদসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেটের জালালাবাদ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ৪৫ বোতল মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।

জালালাবাদ থানার এসআই মো. আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গতকাল ৭ ডিসেম্বর রাতে জালালাবাদ থানা এলাকায় মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান চালায়।

রাত ১১টা ৪০ মিনিটে তেমুখী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অনন্তপুর এলাকার জনৈক রুহিনুজ্জামাল খান ওরফে রুহিনের (৩৪) বসতঘরের পশ্চিম পাশে মদ মজুত করা হয়েছে।

এরপর পুলিশের টিমটি রুহিনের বসতঘরের সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের টিম রুহিনকে আটক করে এবং তাঁর দেখানোমতে মাটির গর্ত থেকে ভারতীয় তৈরি ৪৫ বোতল মদ উদ্ধার করে।

আটক মাদক কারবারি রুহিনের বিরুদ্ধে জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।