সংযুক্ত আরব আমিরাত ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তির অংশ হিসেবে জার্মানীনিকে প্রাকৃতিক গ্যাস ও ডিজেল সরবরাহে সম্মত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মস্কোর কাছ থেকে গ্যাস পেতে সমস্যা হচ্ছে জার্মানির। নিজ জ্বালানি চাহিদা মেটাতে তাই জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ উপসাগরীয় কয়েকটি দেশ সফর করেন।

সৌদি আরব সফর শেষে ওলাফ ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে তিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ২৫ সেপ্টেম্বর (রোববার) স্থানীয় সময় সকালে বৈঠক করেন।

বৈঠক শেষে নাহিয়ান টুইটারে জানান, তারা জ্বালানি নিরাপত্তা, কার্বন নিঃস্বরণ কমানো ও জলবায়ু পদক্ষেপসহ সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

এ সময়ে উভয়পক্ষে যে চুক্তি হয় তাকে আমিরাতের শিল্প মন্ত্রী সুলতান আহমেদ আল জাবের যুগান্তকারী নতুন চুক্তি হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তিকে স্বাগত জানিয়েছেন।