পুলিশি হেফাজতে গ্রেপ্তার দুই যুবক।

জামালপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেওয়া দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে টাকাসহ একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে শহরের পিটিআই মোড় থেকে তাঁদের আটক করা হয়। সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া (দড়িপাড়া) এলাকার মৃত নাসিরুদ্দিনের ছেলে মো. শাহাবুদ্দিন (২৮) এবং একই এলাকার মো. আবু সাইদের ছেলে মো. স্বাধীন (২৭)।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোখলেছুর রহমান নামের এক অটোরিকশাচালক যাত্রী নিয়ে শহরের ময়মনসিংহ জুয়েলার্স দোকানে যাচ্ছিলেন। এ সময় ডিবি পরিচয়ে তিন প্রতারক অটোরিকশায় উঠে শেখের ভিটায় যেতে বলেন। তাঁদের কথামতো সেখানে গেলে অটোরিকশাচালক ও তাঁর সঙ্গে থাকা যাত্রীকে জোর করে একটি বাসার তিনতলায় আটকে রেখে শারীরিক নির্যাতনসহ চাঁদা দাবি করেন। একপর্যায়ে অটোরিকশাচালক ও তাঁর সঙ্গের যাত্রীকে উলঙ্গ করে এক নারীকে তাদের মাঝখানে বসিয়ে অশ্লীল ছবি ধারণ করেন। দাবি করা টাকা না দিলে এসব অশ্লীল ছবি স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে ভয়ভীতি দেখান।

একপর্যায়ে নিরুপায় হয়ে তাঁরা বাড়ি থেকে পাঁচ হাজার টাকা সংগ্রহ করে আনেন। চাহিদামতো টাকা না পেয়ে রাত সাড়ে ৯টায় অটোগাড়ির ব্যাটারি খুলে পিটিআই মোড়ে বিক্রির চেষ্টাকালে টহলরত পুলিশ তাঁদের আটক করতে সক্ষম হন। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশাসহ সাত হাজার দুই শ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার অফিসার ইনচার্জ শাহনেওয়াজ ইমন বলেন, এ ঘটনায় মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।