মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার নৌ পুলিশকে ‘জাতীয় মৎস্য পদক ২০২১’ প্রদান করেছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৯ আগস্ট (রোববার) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১–এর উদ্বোধন অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সেখানে বলা হয়, নৌ পুলিশের পক্ষে এ পদক গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।
উল্লেখ্য, নৌ পুলিশ জাটকা রক্ষা অভিযান, ইলিশ সংরক্ষণ অভিযান ও বিশেষ কম্বিং অপারেশনে অংশগ্রহণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে অপারেশন জাটকা, অপারেশন কাপ্তাই লেক, অপারেশন হালদা, অপারেশন সমুদ্রসীমা ও অপারেশন সুন্দরবন পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অবদান রেখেছে।
নৌ পুলিশ গত বছর ইলিশ সংরক্ষণ অভিযানে সারা দেশে ২৭ হাজার ৬৩ কেজি ইলিশ ও ২ হাজার ৯৭৪টি নৌকা জব্দ করেছে। এছাড়া পরিবেশ দূষণ রোধে অভিযান ও মাছের আবাসস্থল নিরাপদ করতেও কার্যকর ভূমিকা রেখেছে।