জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে। খবর আরএমপি নিউজের।

এক বিজ্ঞপ্তিতে আরএমপি জানিয়েছে, ৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা রাজশাহীর পাঁচটি পরীক্ষা কেন্দ্রে হবে। কেন্দ্রগুলো হলো—রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ও নওহাটা মহিলা কলেজ।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের বেশি একসঙ্গে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।