ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাগুলো চলবে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ জানুয়ারির শুরু থেকে দ্রুত ছড়াতে থাকে। এমন পরিস্থিতিতে ২১ জানুয়ারি দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানের চলমান এই ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।