বান্দরবানে বঙ্গবন্ধুকে নিয়ে ট্যুরিস্ট পুলিশের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হচ্ছে।

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বান্দরবান রিজিওনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার (১৫ মার্চ) বান্দরবান পুলিশ লাইনস স্কুলে জাতির পিতাকে পরিচিত করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ট্যুরিস্ট পুলিশ।

কুইজ পরিচালনা করেন ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কুইজের শেষে বান্দরবান রিজিওনের ট্যুরিস্ট পুলিশ সুপার জাতির পিতার জীবন নিয়ে শিক্ষার্থীদের মাঝে নাতিদীর্ঘ বক্তব্য দেন। কুইজে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে জাতির পিতার জীবনসম্পর্কিত বই দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। লুৎফর-সায়েরা দম্পতির এ সন্তানই পরে এ দেশের মানুষের মুক্তির ত্রাতা হিসেবে আবির্ভূত হন।

এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য ব্যক্তি।