জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। এ উপলক্ষে চলছে প্রশিক্ষণ। ছবি: পিএ মিডিয়া

আগামী অক্টোবরের শেষের দিকে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে যখন বিশ্বনেতারা স্কটল্যান্ডে পৌঁছাতে থাকবেন, তখন তাঁদের নিরাপত্তায় যে সংখ্যক সশস্ত্র পুলিশ নিয়োগ করা হবে, তা স্কটল্যান্ডে অতীতের কোনো অনুষ্ঠানেই মোতায়েন করা হয়নি।

এ সম্মেলনে অস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত স্কটল্যান্ড পুলিশের ৫০০ কর্মকর্তা বিশ্বনেতাদের নিরাপত্তায় যুক্তরাজ্য পুলিশের সঙ্গে যোগ দেবেন। তবে সম্মেলনের সময় স্কটল্যান্ডের ঠিক কত সংখ্যক পুলিশ দায়িত্বরত থাকবেন, তার সঠিক সংখ্যা জানা যায়নি।

স্কটিশ এক্সিবিশন ক্যাম্পাসে আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। দুই সপ্তাহের এ সম্মেলনে প্রতিদিন মোট ১০ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়ন করা হবে।